নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ
ঢাকা জার্নাল ডেস্ক
অক্টোবরের ৩ তারিখে পর্দা উঠছে নারীদের নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের। বাংলাদেশে এবারের আসর আয়োজন করার কথা থাকলেও পরবর্তীতে আরব আমিরাতকে আয়োজক হিসেবে রাখা হয়েছে। আজ (বুধবার) এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১৫ সদস্যের এই দলকে নেতৃত্ব দিবেন নিগার সুলতানা জ্যোতি। সম্প্রতি শ্রীলঙ্কা এ-দলের সিরিজের ১৩ জনই আছেন বিশ্বকাপ স্কোয়াডে। নিজেদের সেরা দলটা নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে বাংলাদেশ।
স্কোয়াডে চমক হিসেবে আছে তাজ নেহারের নাম। এর আগে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা না থাকলেও ২৬ বছর বয়সী এই ব্যাটারকে রাখা হয়েছে টাইগ্রেস শিবিরে। এছাড়া অভিজ্ঞদের মিশেলেই সাজানো হয়েছে দল।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডঃ
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মনি, সোবহানা মুস্তারি, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নেহার, সাথী রাণী, দিশা বিশ্বাস।