নাদিয়া শারমিনের উপর হামলার ঘটনায় মামলা
ঢাকা জার্নাল: একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিনের উপর হামলার ঘটনায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে।
শাহবাগ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ইফতেখারুল আলম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে ৫০/৬০ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়। মামলায় পেনাল কোডের ১১টি ধারা ছাড়াও নারী ও শিশু নির্যাতন আইনের ১০টি ধারার কথা উল্লেখ করা হয়। (মামলা নম্বর- ১৪, তারিখ-১১.০৪.২০১৩)
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/ তদন্ত) আব্দুল জলিল মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, অজ্ঞাতনামা ৫০/৬০ জন হেফাজত কর্মীদের নামে এই মামলা দায়ের করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ এপ্রিল মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশ চলাকালে বিকেল সাড়ে তিনটায় পুরানা পল্টন মোড়ে দায়িত্ব পালনরত অবস্থায় হেফাজত কর্মীরা তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।