‘নতুন শিক্ষাক্রম নিয়ে বিশেষজ্ঞ কেউ সমালোচনা করছে না’
নতুন কারিকুলাম নিয়ে বিরোধিতা শুরু থেকেই হয়েছিল। কিন্তু বিরোধিতার ধরন পাল্টেছে নির্বাচনকে ঘিরে। এখন যদি সোশ্যাল মিডিয়ায় দেখি ডিম ভাজা থেকে শুরু নানা কিছু আলোচনা করা হচ্ছে। কিন্তু কারিকুলামের ভেতরের বিষয় নিয়ে কোনও বিশেষজ্ঞ আলোচনা করছেন, এমন দেখছি না।
শনিবার (২৩ নভেম্বর) বৈঠকিতে ‘শিক্ষাক্রম নিয়ে কেন এত অপপ্রচার-বিরোধিতা?’ শীর্ষক আলোচনায় বাংলা ট্রিবিউনের সিনিয়র রিপোর্টার এস এম আব্বাস এসব কথা বলেন।
এস এম আব্বাস বলেন, সমালোচনা জরুরি, কিন্তু যথাযথ সমালোচনা আমি একেবারেই দেখেছি না। ফলে যা হচ্ছে তা একধরনের অপ্রচার ও গুজব। যা আমাদের কারিকুলামে নেই, তা বানিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। নতুন যে রূপান্তর হচ্ছে আমাদের শিক্ষায়, তারা তা বাদ দিয়ে পুরানোতেই ফিরে যেতে চাইছে।
তিনি আরও বলেন, এখন যারা নতুন কারিকুলামের সমালোচনা করতো, এই মানুষগুলো এর আগেও সমালোচনা করেছে যে শিশুদের ওপর জিপিএ-৫ এর ভার চাপিয়ে দেওয়া হয়েছে; শিক্ষার্থীরা শুধু ফলাফলের পেছনে দৌড়াচ্ছে; সিলেবাস অনুযায়ী লেখাপড়া করছে, কোচিং ও নোটগাইডে কিছু শিখতে পারছে না।
নতুন শিক্ষাক্রমের বিষয় তুলে ধরে তিনি বলেন, রূপান্তরিত এই শিক্ষাক্রমে যে বিষয়টি ঘটবে। জিপিএ-৫ নিয়ে অভিভাবকরা সন্তানদের চাপ দেবে না। অর্থাৎ পরীক্ষা থাকবে, পরীক্ষার ভীতি থাকবে না। ক্লাসের পড়া ক্লাসেই শেষ করে যাবে। ফলে বাসায় হোমওয়ার্ক কম থাকবে। আমার মনে হয় সমালোচকদের কেউ পূর্ণাঙ্গ কারিকুলাম পড়েনি।
এটিএন নিউজের বার্তাপ্রধান প্রভাষ আমিনের সঞ্চালনায় বৈঠকিতে অতিথি হিসেবে ছিলেন কারিক্যুলাম বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. এম তারিক আহসান, ইউল্যাব সিইটিএল পরিচালক ড. মুহাম্মদ সাজ্জাদ হোসেন।