নতুন এলাকায় ভাসমান বস্তু পেল নিউজিল্যান্ডের বিমান
শুক্রবার অস্ট্রেলিয়ার নৌ-নিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, নিউজিল্যান্ডের বিমান বাহিনীর পি-৩ উদ্ধারকারী বিমান ভারতে মহাসাগরে নতুন অনুসন্ধান এলাকায় মালয়েশিয়ার নিখোঁজ বিমানের সম্ভাব্য ভাসমান বস্তুর সন্ধান পেয়েছে।
বিমানটি পার্থে ফিরে আসতেছে এবং তারা ছবির জন্য অপেক্ষা করছে। তারা ছবি হাতে পেয়ে তা বিশ্লেষণ করে দেখবে।
এর আগে অস্ট্রেলিয়া এবং মালয়েশিয়ার সরকারী কর্তৃপক্ষ জানিয়েছে দক্ষিণ ভারত মহাসাগরে অনুসন্ধান চালান আগের এলাকা থেকে ১১০০ কিলোমিটার (৬৮৪ মাইল) উত্তর-পূর্বে নতুন এলাকায় অনুসন্ধান শুরু করেছ।
রাডারের নতুন তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে বিমানটি অনেক দ্রুত গতিতে চলছিল। তাই বেশী জ্বালানীর দরকার হওয়ায় দ্রুত জ্বালানী শেষ হয়ে গেছে।
শুক্রবার সকাল পর্যন্ত অস্ট্রেলিয়ার পার্থ থেকে ২৫০০ কিলোমিটার (১৫৫০ মাইল) দক্ষিণ পশ্চিমে দক্ষিণ ভারত মহাসাগরে অনুসন্ধান চালান হয়েছে।
বিভিন্ন দেশের স্যাটেলাইটের ছবিতে আগের এলাকার কয়েকশত ভাসমান বস্তুর অস্তিত্ব দেখা যায়। কিন্তু সেখানে কোন কিছুই পায় নি উদ্ধার কারী দল। তাই রাডারের নতুন তথ্য অনুযায়ী নতুন এলাকায় অনুসন্ধান শুরু করা হবে।
মালয়েশিয়া বিমানটি ২৩৯ জন আরোহী নিয়ে গত ৮ মার্চ কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। বিভিন্ন দেশের উদ্ধার কারী বিমান ২০ দিন ধরে অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত কোন তথ্য প্রমাণ উদ্ধার করতে পারেনি।