বিনোদন

‘ধুম-ফোর’ সিনেমায় বড় চমক রণবীরের

ঢাকা জার্নাল ডেস্ক

বলিউড পাড়ায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক সিনেমা তো একাধিক এসেছে। তবে সিকুয়েল বা ফ্র্যাঞ্চাইজি বিবেচনায় সবচেয়ে দর্শক প্রিয় সিনেমার তালিকা করতে সবার ওপরেই থাকবে ‘ধুম’ সিনেমার নাম। ২০০৪ সালে প্রকাশিত হয়েছিল এর প্রথম কিস্তির মুভিটি। যেখানে অভিষেক বচ্চন ও উদয় চোপড়া ছিলেন মুখ্য চরিত্র। ভিলেন হিসেবে নতুন রূপে পর্দায় এসেছিলেন জন আব্রাহাম।

সে সময় বলিউডে অ্যাকশন ক্যাটাগরির সিনেমা খুব বেশি দেখা যেত না। ‘ধুম’ সিনেমাটি দিয়েই মূলত বলিউডে অ্যাকশন ধর্মী সিনেমা দর্শকদের মনে জায়গা করে নেয়। এর দুই বছর পর ২০০৬ সালে এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা ‘ধুম-২’ প্রকাশিত হয়। সেখানে অভিষেক ও উদয়ের বিপরীতে ‘অ্যান্টি-হিরো’ হিসেবে দেখা গিয়েছিল হৃতিক রোশনকে। হৃতিকের মতো তুমুল প্রতিদ্বন্দ্বী চরিত্রকে আনায় দর্শকদের মধ্যে এই ফ্র্যাঞ্চাইজি সিনেমার আগ্রহ বহুগুণে বেড়ে যায়।

২০১৩ সালে আমির খানকে বিপরীত চরিত্রে আনায় ধুম পারদ উঠে যায় তুঙ্গে। তখন থেকেই দর্শক মহলে চর্চা শুরু হয়ে যায় ‘ধুম-ফোর’ নিয়ে। কবে আসবে ধুম-৪? দীর্ঘ এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও এ বিষয়ে সঠিক কোনো তথ্য বলিউড থেকে জানানো হচ্ছিল না। তবে এবার দর্শকদের জন্য খুশির খবর হচ্ছে, জানা গেল ধুমের চতুর্থ কিস্তির সিনেমাটি প্রাক-প্রোডাকশন স্তরে রয়েছে।

প্রযোজক আদিত্য চোপড়ার এই ফ্র্যাঞ্চাইজির পরবর্তী সিনেমায় মুখ্য চরিত্রেই দেখা যাবে রণবীর কাপুরকে। একটি সূত্র জানিয়েছে, রণবীরকে নিয়ে ইতোমধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। ছবির মূল ধারণা শোনার পর তিনি বরাবরই ‘ধুম-ফোর’ নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এবং এখন এই ফ্রাঞ্চাইজি বিষয়টি নিশ্চিত করেছে। শোনা যাচ্ছে, এই ছবির প্রাথমিক পর্যায়ের শ্যুটিং ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

আদিত্য চোপড়া মনে করেন, রণবীর কাপুরই হলেন ধুমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আদর্শ মুখ। যদিও রণবীর এই সিনেমার নেগেটিভ চরিত্রে অভিনয় করবেন। বাকি চরিত্রগুলিতে কে কে আছেন, সে বিষয়ে এখনও কিছু স্পষ্ট করা হয়নি।

‘ধুম’ সিরিজের ছবিতে ভিলেন কিংবা অ্যান্টিহিরোর চরিত্রদের কেন্দ্র করে দর্শকের সবসময়েই বাড়তি আগ্রহ থাকে। জন আব্রাহাম, হৃতিক রোশন ও আমির খান যে উন্মাদনা তৈরি করতে পেরেছেন, দর্শকদের প্রত্যাশা যে রণবীরও তাদের নিরাশ করবেন না।