দেহরক্ষীর কী হাল!
এবার আসছে পূর্ণদৈর্ঘ বাংলা চলচ্চিত্র দেহরক্ষী। এরই মধ্যে এই চলচ্চিত্রের বেশ কিছু স্থিরচিত্র (ছবি) পাওয়া যাচ্ছে অনলাইনে। এরই মধ্যে চলচ্চিত্রটির গানও প্রকাশিত হয়েছে। চলচ্চিত্রের প্রিন্ট খুবই সুন্দর ও ঝকঝকে বলে মনে হচ্ছে। তবে চলচ্চিত্রটির প্রকাশিত স্থিরচিত্রগুলো বেশ একটু হট হট! ছবিটি মুক্তির জন্য সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ইফতেখার চৌধুরীর ‘দেহরক্ষী’ ছবিটির শুটিং শেষ হয়েছে গত মাসে। ছবিটির পোষ্ট প্রোডাকশনের কাজও শেষ হয়েছে। ছোটপর্দার আলোচিত মুখ আনিসুর রহমান মিলন, মডেল এবং অভিনেত্রী ববি, সেই সাথে কাজী হায়াৎ তনয় কাজী মারুফের সন্নিবেশে নির্মিত হচ্ছে সিনেমাটি। তিনজনের জন্যই একসাথে কাজ করা প্রথম সিনেমা এটি। ত্রিভুজ প্রেমের দুর্দান্ত একশন নিয়েই গল্পটি সাজানো হয়েছে বলে পরিচালক-প্রযোজক সূত্র থেকে জানা গেছে।