দেশে ২৬ লাখ বেকার : পরিকল্পনা মন্ত্রী
ঢাকা জার্নাল: সরকারি হিসেবে দেশে বর্তমানে ২৬ লাখ বেকার রয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ. কে. খন্দকার। তিনি বলেন, “বর্তমানে দেশে বেকারত্বের হার ৪ দশমিক ৫ শতাংশ।”
সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত ফরিদুন্নাহার লাইলীর করা প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য জানান।
মন্ত্রী ২০১০ সালের শ্রম জরিপের ফলাফল তুলে ধরে আরো বলেন, দেশে শ্রম শক্তিতে যোগদানের হার ৫৯ দশমিক ৩ শতাংশ। এরমধ্যে পুরুষ ৮২ দশমিক ৫ শতাংশ ও মহিলা ৩৬ শতাংশ। শ্রমশক্তি জরিপ ২০১০ অনুযায়ী এ তথ্য সংসদকে জানানো হয়।
এ কে খন্দকার বলেন, দেশে বর্তমানে ৫ কোটি ৪১ লাখ কর্ম ক্ষম জনসংখ্যা রয়েছে। এরমধ্যে ৩ কোটি ৯৫ লাখ পুরুষ এবং এক কোটি ৭২ লাখ মহিলা। এদের মোট শ্রমশক্তির পরিমাণ ৫ কোটি ৬৭ লাখ ঘণ্টা। তিনি বলেন, প্রতি বছর প্রায় ১৮ লাখ লোক শ্রম বাজারে যোগ দিচ্ছেন।
ঢাকা জার্নাল, জুন ১০, ২০১৩