সংবাদ শিরোনামসব সংবাদ

দেশে প্রতিবন্ধীর সংখ্যা এক কোটি ৬০ লাখ

11ঢাকা: আজ ২৪তম বিশ্ব প্রতিবন্ধী দিবস ও ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। ‘একীভূতকরণ : সক্ষমতার ভিত্তিতে সকল প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে আজ সারা দেশে দিবসটি পালনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এ বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম জানান, দেশে প্রতিবন্ধী মানুষের সংখ্যা এক কোটি ৬০ লাখ। এদের সাবলম্বী হিসেবে গড়ে তুলতে ৭২টি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এ পর্যন্ত প্রায় ৪৫ লাখ প্রতিবন্ধীকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

অতীতের মতো এবারও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন নিশ্চিত করতে তাদের উন্নয়নের মূলস্রোতধারায় সম্পৃক্ত এবং একীভূত করা খুবই জরুরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, আমি বাংলাদেশসহ বিশ্বের সব প্রতিবন্ধী ব্যক্তি, তাদের পরিবার ও পরিচর্যাকারীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। সরকারের পাশাপাশি দেশি-বিদেশি সংস্থা, সেচ্ছাসেবী প্রতিষ্ঠান, সুশীল সমাজ ও বিত্তবানদের প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানাই।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.