দেশে অবিবাহিত ১৬ লাখ কিশোরী সন্তান জন্ম দেয়
ঢাকা জার্নাল: দেশে ১৫ থেকে ১৯ বছর বয়সী ১৬ লাখ কিশোরী অবিবাহিত অবস্থায় সন্তান জন্ম দেয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন।
আগামী কাল বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য কৈশরে গর্ভ ধারণ, মাতৃমৃত্যুর অন্যতম কারণ।’
এ দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “১৫ থেকে ১৯ বছর বয়সী প্রায় ১৬ মিলিয়ন (১ কোটি ১৬ লাখ) কিশোরী প্রতিবছর সন্তান জন্ম দেয় যাদের প্রতি ১০ জনের মধ্যে ৯ জনেরই বিবাহ সম্পন্ন হয়েছে।”
সেই হিসেবে প্রতি ১০ জনের ১ জন সন্তান জন্মদানকারী কিশোরী অবিবাহিত। যার সংখ্যা ১৬ লাখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “কৈশরে গর্ভধারণ শুধুমাত্র একটি স্বাস্থ্য সম্পর্কিত বিষয় নয়। এর সঙ্গে দারিদ্র, লিঙ্গ বৈষম্য, জোর পূর্বক বাল্য বিবাহ সহিংসতা, নারী পুরুষের ক্ষমতার ভারসাম্যহীনতা শিক্ষার অভাব, পদ্ধতিগত এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা।”
সংবাদ সম্মেলনে স্বাস্থ্যপ্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।
ঢাকা জার্নাল, জুলাই ১১, ২০১৩।