দেশের সব বাণিজ্যিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের সুপারিশ
ঢাকা জার্নাল: দেশের সব বাণিজ্যিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
মতিঝিলে গত ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের নামে সহিংসতার কারণে এই সুপারিশ করে কমিটি।
মঙ্গলবার সন্ধ্যার আগে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান কমিটির সভাপতি এ.বি.এম আবুল কাসেম। এ সময় কমিটির সদস্য টিপু মুনশী উপস্থিত ছিলেন।
এর আগে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪৬তম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম আবুল কাসেম।
এছাড়া বৈঠকে কমিটির সদস্য বেগম তহুরা আলী, বেগম রুমানা মাহমুদ, এম. আবদুল লতিফ এবং শেখ আফিল উদ্দিন অংশ নেন।
বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ.বি.এম আবুল কাসেম বলেন, “মতিঝিলসহ ওই এলাকায় বিএনপি-জামায়াতের প্ররোচনায় হেফাজতে ইসলাম বিশৃংখলা সৃষ্টি করে। ভাঙচুর করে দোকান-পাট, পুড়িয়ে দেয় কোরআন শরীফ ও হাদিসের বই।”
তিনি বলেন, “মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ বালিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান রক্ষা হয়েছে। সরকার পরিস্থিতি মোকাবেলা করেছে। তাই শুধু মতিঝিল নয়, দেশের সব বাণিজ্যিক এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছি।”
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে যেন দ্বিতীয়বার এ পরিস্থিতি সৃষ্টি না হয়।
ঢাকা জার্নাল, মে ২১, ২০১৩