uncategory

দুজন প্রেমিকাকে কীভাবে সামলাবেন

tanisha_mukherjee_1_31826ঢাকা জার্নাল: এত দিনtanisha_mukherjee_931826_0

বিগবস মানেই ছিল ঝগড়া আর কূটকচালি। তবে এবারের বিগ বসে প্রেমের জোয়ারে ভাসিয়ে দিয়েছে প্রতিযোগীদের।

কূশল আর গওহর নিজেদের ভাললাগা জানিয়েই ফেলেছেন, অরমান-তনিশার সম্পর্কও এখন হটকেক। এর মধ্যেই ধুনো দিতে এবার বিগ বসের ঘরে প্রবেশ করতে চলেছেন অরমানের প্রেমিকা তানিয়া!

শোনা যাচ্ছে, অরমানের প্রেমিকা তানিয়া সিংকে নাকি প্রতিযোগী হিসেবে ঘরে নিয়ে আসছে বিগ বস কর্তৃপক্ষ। কিছুদিন আগে বিগ বসের ঘরে এসেছিলেন যোগগুরু বিবেক মিশ্র। তিনিই জানান অরমানের প্রেমিকার কথা। শুনে চমকে গিয়েছিলেন সকলে। অরমান-তানিশার মধ্যে ঝামেলাও হয়েছিল।

এরপরই বিগ বস কর্তৃপক্ষ তানিয়াকে শোয়ে নিয়ে আসার পরিকল্পনা করেন। কিন্তু একই শোয়ে দুজন প্রেমিকাকে কীভাবে সামলাবেন অরমান? সেটাই এখন দেখার অপেক্ষায় দর্শক।

ঢাকা জার্নাল, নভেম্বর ২৯, ২০১৩।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.