সাহিত্য

দুই নারীর প্রেম নিয়ে সাংবাদিক তৌহিদুর রহমানের নীল যমুনার জলে

nill zomunar jole CFঅমর একুশে বইমেলায় সাংবাদিক-লেখক তৌহিদুর রহমানের উপন্যাস ‘নীল যমুনার জলে’ প্রকাশিত হয়েছে। দুই নারীর প্রেম ও প্রণয় নিয়ে তিনি এই প্রথাবিরোধী উপন্যাসটি লিখেছেন। বইটি প্রকাশ করেছে জ্যোতিপ্রকাশ। সাংবাদিক তৌহিদুর রহমান নিয়মিত বিভিন্ন পত্রিকায় গল্প, উপন্যাস ও ভ্রমণকাহিনী লেখেন।

এর আগে তার ছোট গল্পের বই ‘জোছনায় অন্ধ যুবক,’ জার্মানির ওপর ভ্রমণ কাহিনী ‘ব্রান্দেনবার্গ গেট’ প্রকাশিত হয়েছে। এছাড়া সাপ্তাহিক ‘৭১ এবং’ পত্রিকায় ‘শঙ্খচিলের মৃত্যুদৃশ্যের পর’ নামে তার মুক্তিযুদ্ধের উপন্যাস বের হয়েছে। তৌহিদুর রহমান বর্তমানে কর্মরত রয়েছেন দৈনিক জনকন্ঠে। এর আগে তিনি দৈনিক সংবাদ, আমাদের সময়সহ বিভিন্ন পত্রিকায় কাজ করেছেন।

( প্রেস বিজ্ঞপ্তি )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.