বিনোদন

দিনে মাত্র ৬ বোতল মদ লাগতো জ্যাকসনের!

Jackson_Michael_223.jpgঢাকা জার্নাল: কিংবদন্তি পপ স্টার মাইকেল জ্যাকসন মারা গেছেন প্রায় চার বছর হতে চললো। তবে তার সম্পর্কে এখনও বেড়িয়ে আসছে আজব সব তথ্য। প্রতিদিন এই কিংবদন্তি নাকি মদ্যপ অবস্থাতে থাকতে ভালবাসতেন!

প্রতিদিন নাকি কমপক্ষে ছয় বোতল ওয়াইন শেষ করতেন জ্যাকসন। শুধু তাই নয় কখনো কখনো নাকি তিনি হোটেল থেকে গোপনে সস্তা মদ এনেও পান করতেন।

এ বিষয়ে জ্যাকসনে তিন সন্তানের পালক বাবা সাবেক অভিনেতা মার্ক জানান, তিনি প্রায় নির্ঘুম থাকার কারণে বাচ্চাদের মারতেন। যার কারণে অতি সহজেই তার বিরুদ্ধে মামলা করা যেত। কিন্তু জ্যাকসনের এই গোপন বদভ্যাস নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ২০০৯ সালের মার্চে লন্ডনে তার এক সংবাদ সম্মেলনের সময়।

মার্ক আরো বলেন, ‘মাইকেল হোটেলের বিছানাতেই মারা গিয়েছিলেন। তার চিকিৎসক বলেছিল, তিনি একটি হুইস্কির বোতলের প্রায় দুই তৃতীয়াংশ শেষ করেছিলেন। আর ২০০৯ সালের ওই সংবাদ সম্মেলনে বক্তব্যের সময় তিনি নিজেকে খুব কষ্টে সামলে রেখেছিলেন।’

উল্লেখ্য, ২০০৯ সালের ওই সংবাদ সম্মেলনের প্রায় তিন মাস পর ২৫ জুন অত্যাধিক মাত্রায় উত্তেজনা প্রশমনকারী ওষুধ গ্রহণের ফলে তিনি মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.