তেল ট্যাংকারে আগুন
ঢাকা জার্নাল: রাজধানীর মহাখালী বাস টার্মিনাল থেকে তেজগাঁও চৌরাস্তা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক হয়েছে। তেজগাঁও শিল্পাঞ্চলে তেলবাহী একটি ট্যাংকারে আগুন লাগায় রুটটিতে যান চলাচল বন্ধ ছিল।
রোববার (২৩ নভেম্বর) সাড়ে ৯টায় ওই রুটে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিব্বত মোড়ের কাছে মেসার্স সততা পাম্পের সামনে অকটেনবাহী ট্যাংকারটিতে আগুন লাগে। রাত ৮টার দিকে পুলিশ ও অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঘটনাস্থলে কর্তব্যরত অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা জানান, রাস্তাজুড়ে তেল ছড়িয়ে পড়ায় কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। মুহূর্তের অসাবধানতায় আগুন পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়তে পারে।
ট্যাংকারটিতে কয়েক হাজার লিটার অকটেন ছিল বলে তারা জানান।
ফায়ার কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সদর দফতর, তেজগাঁও ও মোহাম্মদপুরের আটটি ইউনিট একযোগে কাজ চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢাকা জার্নাল, ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৪
– See more at: https://www.banglanews24.com/beta/fullnews/bn/343256.html#sthash.mqXRyheq.dpuf