স্পটলাইট

তিন দিনে যমুনার পানি বেড়েছে ৭২ সেন্টিমিটার

টানা কয়েকদিনের বর্ষণে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত তিনদিনে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৭২ সেন্টিমিটার ও কাজিপুরের মেঘাই পয়েন্টে ৭৪ সেন্টিমিটার বেড়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৯৪ মিটার। ২৪ ঘণ্টায় ২১ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার এক দশমিক ৯৬ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)। এই পয়েন্টে রোববার (২৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ৪২ সেন্টিমিটার।

অপরদিকে, কাজিপুরের মেঘাই পয়েন্টে সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬০ মিটার। ২৪ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার দুই দশমিক ২০ মিটার নিচ প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার)। এই পয়েন্টে রোববার (২৪ সেপ্টেম্বর) ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, কয়েকদিন ধরে উজানে কিছু বৃষ্টি হওয়ায় যমুনা নদীতে পানি বাড়ছে। আরও দু-তিনদিন বাড়তে পারে। তবে পানি বিপৎসীমার অনেক নিচে রয়েছে। এ নিয়ে আতঙ্কের কিছু নেই। এ বছর আর বন্যার সম্ভাবনা নেই।