ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিক বিক্ষোভ: কারখানা খোলার দাবি, যান চলাচল বন্ধ
গাজীপুর প্রতিনিধি
কারখানা খোলার দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় সকাল থেকে বিক্ষোভ করছেন ন্যাশনাল কেমিক্যাল লিমিটেড এবং এবিকো ইন্ডাস্ট্রির শ্রমিকেরা। বিক্ষোভের ফলে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। তাদের দাবি, অবিলম্বে কারখানা খুলে দিতে হবে এবং বকেয়া বেতন পরিশোধ করতে হবে। শ্রমিকদের দাবি, ১৩(১) ধারায় কারখানা বন্ধের সিদ্ধান্তের কারণে তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং গত সাত মাস ধরে বেতন পাচ্ছেন না। এতে পরিবার পরিজন নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, কারখানাটি ১৩(১)ধারায় বন্ধ রয়েছে। শ্রমিকরা বকেয়া বেতন ও পুনরায় কারখানা খোলার দাবিতে বিক্ষোভ করছেন। মহাসড়কে সকাল ৯টা থেকে যান চলাচল বন্ধ রয়েছে।
এ বিষয়ে শ্রমিক নেতা জালাল হাওলাদার বলেন,কারখানাটি মালিকপক্ষ একতরফাভাবে বন্ধ করে দিয়েছে। শ্রমিকদের সাত মাসের বকেয়া বেতন এখনও দেওয়া হয়নি। আমরা অবিলম্বে কারখানা খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।
শ্রমিকরা জানান, চলতি বছরের ৯ এপ্রিল কারখানাটি লে-অফ ঘোষণা করা হয়। এরপর থেকেই শ্রমিকদের ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়,যা এখনো অব্যাহত রয়েছে। শ্রমিকরা ছাঁটাই করা সহকর্মীদের পুনরায় নিয়োগ দেওয়ারও দাবি জানিয়েছেন।
ন্যাশনাল কেমিক্যাল লিমিটেড এবং এবিকো ইন্ডাস্ট্রির ট্রেড ইউনিয়ন সভাপতি মাহফুজ মিয়া বলেন, চলতি বছরের ৭ জুলাই শ্রম ভবনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকে ন্যাশনাল কেমিক্যাল কারখানার মালিক এম এন এইচ বুল উপস্থিত ছিলেন না। শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে চরম দুর্ভোগে পড়েছে। অনেকের সন্তানরা স্কুল থেকে বের হয়ে যাচ্ছে, অনেকে চিকিৎসা না করতে পারায় অসুস্থ হয়ে পড়ছে। বাড়িওয়ালা ও দোকানদারের চাপ সহ্য করতে হচ্ছে।
শ্রমিকদের এই বিক্ষোভে এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো সমাধান বের হয়নি।