ঢাকা-কাপাসিয়া সড়কে দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক নিহত
ঢাকা জার্নাল ডেস্ক: সেলিম রানা, গাজীপুর
গাজীপুরের ঢাকা-কাপাসিয়া সড়কের ওপর দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন।
নিহত মাইক্রোবাস চালক মোস্তফা (২৬), সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার মুগদীয়া গ্রামের হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার। রবিবার (৮ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার রাজাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাজাবাড়ী বাজারে সড়কের ওপর একটি ট্রাক পার্কিং করে রাখা ছিলো। আজ ভোর ৫টার দিকে ঢাকাগামী একটি মাইক্রোবাস দাঁড়িয়ে থাকা ওই ট্রাকের পেছনে এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই গাড়ির চালকের মৃত্যু হয়।
সালনা হাইওয়ে থানার ডিউটি অফিসার জেসিকা আক্তার ঢাকা জার্নালকে জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। ঘটনার স্থলে উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধার করেছেন। প্রয়োজনীয় আইগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।