ঢাকা কলেজ ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১
ঢাকা জার্নাল: রাজধানীর ঢাকা কলেজের সামনে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে কলেজের এক ছাত্র নিহত ও কমপক্ষে তিনজন আহত হয়েছে। নিহত ছাত্রের নাম ফারুক (২৫)। তিনি মাস্টার্সের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ এবং ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত পৌনে বারটার দিকে ঢাকা কলেজের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে এক গ্রুপ আরেক গ্রুপের দিকে লক্ষ্য করে গুলি ছুড়েঁ। এতে ফারুকের বুকে গুলি লাগে। রাত একটা দশ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া রফিক নামে আরেক ছাত্র পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৱসাধীন আছেন। এছাড়া সুলতান ও সাজু নামে আরও দুই ছাত্র প্রাথমিক চিকিৱসা নিয়েছেন।
রাত সোয়া একটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত কলেজে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল।
ঢাকা জার্নাল, নভেম্বর ৩০, ২০১৩।