ঢাকায় বিক্ষোভ নেই
ঢাকা জার্নাল: ডিএমপির অনুমতি না পাওয়ায় ঢাকা মহানগরীর বিক্ষোভ সমাবেশ স্থগিত করে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি বহাল রেখেছে ১৮ দলীয় জোট।
শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন,”বিরোধীদল দমনে সরকার সিরিজ কর্মসূচি দিয়েছে। গোটা দেশেকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। এর মধ্যে তিনি ব্যক্তিগত ক্ষমতার খায়েস পূরণ করতে চাচ্ছে।”
রিজভী বলেন,”সরকারের এজেন্টরা পরিকল্পিতভাবে সারা দেশে নাশকতা চালাচ্ছে। সরকারের দমন-পীড়নের অংশ হিসেবে গ্রেফতার প্রক্রিয়ার জন্য শাহবাগে গাড়ি পোড়ানো মামলায় বিএনপি নেতাদের জড়ানো হয়েছে। গোটা দেশে নাশকতার জন্য সরকার দায়ী।”
বিএনপির সিনিয়র নেতাদের মিথ্যা ও বানোয়াট মামলায় জড়ানো হয়েছে উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, “আমরা এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাই।”
ঢাকা জার্নাল, নভেম্বর ২৯, ২০১৩।