ঢাকায় আওয়ামী লীগের মঙ্গলবারের শান্তি সমাবেশ স্থগিত
আগামীকাল মঙ্গলবার(৩০ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে স্থগিতের কারণ জানানো হয়নি ৷
সোমবার(২৯ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক প্রলয় সমদ্দার বাপ্পির সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে স্থগিতের তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, অনিবার্য কারণে আগামী ৩০ জানুয়ারি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশটি সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে স্থগিত করা হয়েছে। পরবর্তী কর্মসূচি বিস্তারিত জানিয়ে দেওয়া হবে।
এর আগে গত শনিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ৩০ জানুয়ারি সারা দেশে শান্তি সমাবেশের কর্মসূচির ঘোষণা দেন। এরই অংশ হিসেবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এ কর্মসূচি নিয়েছিলো ৷
এদিকে ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে । এদিন কালো পতাকা মিছিলের কর্মসূচির দিয়েছে বিএনপি।