Leadস্বাস্থ্য

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৫৩৭ জন মারা গেলেন।

শনিবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা এক হাজার ৯৬০ জন। আক্রান্তদের মধ্যে ৮৩৩ জন ঢাকার। এক হাজার ১২৭ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে আট হাজার ২৩৬ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই তিন হাজার ৮৪৬ জন। বাকি চার হাজার ৩৯০ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ১২ হাজার ১৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ের মধ্যে ছাড়া পেয়েছেন এক লাখ ৩ হাজার ৪১১ জন।