uncategory

‘ডার্ক ম্যাটার’ এর সন্ধান

6a00d8341bf7f753ef01676533ab0b970b-500wiঢাকা জার্নাল: ভূমিতে হলো না, হলো না মাটির গভীরেও। হয়েছে বোধ হয় মহাকাশে? তবে নিশ্চিত হতে অপেক্ষা করতে হতে পারে আরও কয়েক মাস। তারপরই জানা যাবে ‘ডার্ক ম্যাটার’ বা অদৃশ্য পদার্থের সন্ধান পাওয়া গেছে কি না।

পদার্থবিজ্ঞানীদের কাছে অন্যতম বিস্ময় ‘ডার্ক ম্যাটার’।

বলা হয়, আমাদের মহাবিশ্বের এক চতুর্থাংশ তৈরি হয়েছে এই বস্তুটি দিয়ে, অথচ তাকে কখনো দেখা যায়নি।

বিস্ময়কর এই পদার্থের সন্ধান পেতে বিশ্বের তাবৎ বিজ্ঞানীরা কোনো চেষ্টাই বাকি রাখেন নি। বিভিন্ন দেশের ল্যাবরেটরিতে, এমনকি ভূগর্ভের অনেক গভীরে অবস্থিত গবেষণাগারে খোঁজা হয়েছে ডার্ক ম্যাটারকে। কিন্তু সফল হওয়া যায়নি।

তবে এবার বোধ হয় একটা ভাল খবর পাওয়া যেতে পারে। ভূপৃষ্ঠ থেকে কয়েকশো কিলোমিটার উপরে থাকা আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের বিজ্ঞানীরা যখন মহাজাগতিক রশ্মি নিয়ে কাজ করছিলেন তখন তারা কিছু পার্টিকলের দেখা পেয়েছেন, যা ‘ডার্ক ম্যাটার’ এর অংশ বলে মনে করছেন বিজ্ঞানীরা।

বিষয়টি তাঁরা জেনেভায় বিজ্ঞানীদের এক সম্মেলনে জানিয়েছেন। এরপর তা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই। তাঁরা বলছেন, যদি সত্যিই এমন হয় যে, ডার্ক ম্যাটারের সন্ধান পাওয়া গেছে তাহলে সেটা হবে অভাবনীয় এক ঘটনা। কেননা এর ফলে আরও মহাবিশ্ব রয়েছে কিনা সে সম্পর্কে জানার চেষ্টা করা যাবে।
সূত্র: ওয়েবসাইট

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.