টিআইবি বিএনপির অঙ্গ সংগঠন : বাণিজ্যমন্ত্রী
ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, টিআইবি এ সংসদে কোরাম সংকটের বিষয়ে যে তথ্য দিয়েছে তা একেবারে অসত্য। বিএনপি যখন বিরোধী দলে ছিল তখন কোরাম সংকট ছিল। এখন তা নেই। তাই টিআইবিকে বিএনপির অঙ্গ সংগঠন বলা যায়।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শ্রীলঙ্কার নবনিযুক্ত রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাশেকারার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, টিআইবি কোনো রাজনৈতিক সংগঠন নয়। তারা কীভাবে দাবি করেছে যে, সকল সমস্যা সমাধানের একমাত্র পথ নির্বাচন। টিআইবি একটি গবেষণামূলক সংস্থা। তাদের কাজ গবেষণা করা। কেন তারা রাজনৈতিক কথাবার্তা বলে তা আমার জানা নাই।
তোফায়েল আহমেদ বলেন, নির্ধারিত সময়ের একদিন আগেও নির্বাচন হবে না। টিআইবি বাংলাদেশের উন্নয়নে কোনো প্রশংসা করে না। তাদের কাছ থেকে আমি কোনো প্রশংসামূলক কথা শুনিনি।