টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টি টোয়েন্ট বিশ্বকাপে সুপার টেন পর্বে নিজেদের দ্বিতীয় খেলায় প্রথমে টসে জিতে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রন জানিয়েছে।
এর আগে সুপার টেনে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হেরেছিল ৭৩ রানে। অপরদিকে ফেভারিট ভারত পাকিস্তানকে এবং ওয়েস্ট ইন্ডিজকে ৭ উইকেটে হারিয়ে সেমি-ফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে।
আজকের ম্যাচে বাংলাদেশ দলে দুইটি পরিবর্তন রয়েছে। মুমিনুল হক ও সাব্বির রহমানের বদলে দলে সুযোগ পেয়েছেন শামসুর রহমান এবং নাসির হোসেন।