টঙ্গীতে বাস ভাঙচুর, গুলিবিদ্ধ ৪
ঢাকা জার্নাল, গাজীপুর: টঙ্গীতে কয়েকটি বাসে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। ন্যূনতম মজুরি আট হাজার টাকা করার দাবিতে টঙ্গীর বাটার মোড়ে সোমবার বেলা পৌনে ১১টার দিকে তারা এ ভাঙচুর চালায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুঁড়লে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা চার পিকআপ ভ্যানে চালক শরীফুল ইসলাম, আব্দুল খালেক, হাসান ও মাসুম আহত হন।
এদের মধ্যে শরীফুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার মাথা, পেট ও পায়ে তিনটি গুলি লেগেছে। তাদের সবাইকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিক্ষুব্ধদের সড়ক থেকে সরাতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে বলেও দাবি আহত ভ্যান চালকদের।
ঢাকা জার্নাল, প্টেম্বর ২৩, ২০১৩