জীবন দিতে প্রস্তুত থাকুন : গয়েশ্বর
ঢাকা জার্নাল: জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দলীয় নেতাকর্মীদের জীবন দিতে প্রস্তুত থাকতে বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, যেখানে মুখের কথায় কাজ হবে না, সেখানে হাত-পা চালাতে হবে।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। ‘অবিলম্বে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা ও তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে’র দাবিতে এই আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী শহীদদের রক্তের ঋণ পরিশোধ করতে জীবন দিতে প্রস্তুত থাকতে হবে।
নির্বাচন কমিশনের উদ্দেশে তিনি বলেন, নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট চেয়ে বেড়াচ্ছে। এখন কী সংবিধান লঙ্ঘন হয় না।
বিএনপি এই নেতা স্পষ্ট করে বলেন, কোন দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে না, এটা বিএনপি ও ১৮ দলীয় জোটের সিদ্ধান্ত।
সংগঠনের সভাপতি ড. ফরহাদ হালীম ডোনারের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আফম ইউসুফ হায়দার।
ঢাকা জার্নাল, অক্টোবর ৩০, ২০১৩।