খেলাশীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

জিম্বাবুয়ে-বাংলাদেশ প্রথম টি২০ আজ

imagesঢাকা জার্নালঃ ভঙ্গুর আত্মবিশ্বাস আর টালমাটাল পরিস্থিতি সঙ্গে নিয়ে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দুই ম্যাচ সিরিজের প্রথম টি২০ খেলতে নামছে আজ। অন্যদিকে টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজ জয়ে দারুণ আত্মবিশ্বাসী ব্রেন্ডন টেলরের দল।
টি২০ হলেও দুটি কারণে বাংলাদেশের কাছে আজকের ম্যাচটি পাচ্ছে বাড়তি গুরুত্ব। প্রথমত, ওয়ানডে সিরিজ হারের ধাক্কা কাটিয়ে আত্মবিশ্বাসে ফেরা। দ্বিতীয়ত, অধিনায়ক মুশফিকুর রহিম যদি সিদ্ধান্ত থেকে সরে আসেন। ওয়ানডে সিরিজের ব্যর্থতার পর মুশফিক ঘোষণা দিয়েছেন, চলতি জিম্বাবুয়ে সফর শেষে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।
মুশফিকের আকস্মিক সিদ্ধান্তে অবাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। এটা অধিনায়কের ‘আবেগী’ সিদ্ধান্ত নাকি এর ভেতরে অন্য কোনো কারণ লুকিয়ে আছে, তা অনুসন্ধানের কথা বলেছে বিসিবি। সে অনুসন্ধানে কী বেরিয়ে আসবে, কী ফল দাঁড়াবে— তা পরের বিষয়; আপাতত মাঠের লড়াইয়ের দিকে তাকিয়ে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।
মুশফিকও পদত্যাগের নেপথ্যে কোনো গূঢ় কারণ ব্যাখ্যায় না গিয়ে আজকের টি২০ ম্যাচ নিয়ে বলেছেন, ঘুরে দাঁড়ানোর সুযোগ কাজে লাগাতে বুলাওয়েতে নামবে তার দল। ‘দ্বিতীয় টেস্ট দারুণ ব্যবধানে জয়ের পর ওয়ানডে সিরিজ হেরে যাওয়া হতাশাজনক। তবে টি২০ ভিন্ন ফরম্যাটের খেলা। ভালো ক্রিকেট খেলার আরেকটি সুযোগ আমাদের সামনে।’— বলেছেন মুশফিক।
দুই দলের একমাত্র টি২০-এর অতীত অবশ্য বাংলাদেশের পক্ষে। ২০০৬ সালে খুলনায় টেলরের জিম্বাবুয়ের বিপক্ষে ওই টি২০ খেলেছিল শাহরিয়ার নাফীসের নেতৃত্বাধীন বাংলাদেশ। ১৬৭ রানের টার্গেট দিয়ে ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৪৩ রানে। প্রায় সাত বছর আগের ওই হার বোধহয় ভুলে গেছেন টেলর। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে তার দল যে আত্মবিশ্বাসী, সেটাই ঘুরিয়ে-ফিরিয়ে বলছেন তিনি, ‘এ ফরম্যাটে আমরা খুব বেশি খেলিনি। তবে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস আমাদের সঙ্গী। অবশ্যই তা থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা মাঠে নামব।’
ওয়ানডে সিরিজের হার, মুশফিকের হঠাত্ অবসরের ঘোষণায় বাংলাদেশ দল টালমাটাল অবস্থায়। তবে মুশফিকের দলকে মোটেও খাটো করে দেখছেন না টেলর। জয়ের আশা নিয়ে মাঠে নামার কথা বললেন। প্রতিপক্ষ বাংলাদেশকে সমীহের চোখে দেখছেন তিনি। এর অন্যতম কারণ ভেনুর নাম বুলাওয়ে, যে মাঠ সফরকারীদের জন্য পয়মন্ত বলে সমধিক পরিচিত। তাছাড়া বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠের উইকেট দেখেও টেলর বুঝে নিয়েছেন, তামিমের মতো মারকুটে ব্যাটসম্যানদের জন্য এ মাঠ দারুণ উপযোগী। স্বাগতিক অধিনায়কও তাই বললেন, ‘বুলাওয়ের এ উইকেটে মানিয়ে নিতে পারবে বাংলাদেশ এবং তাদের স্ট্রোক খেলা ক্রিকেটাররাও সুবিধা পাবে। তবে আমরাও সেরাটা ঢেলে দেয়ার লক্ষ্য নিয়েই নামব।’
টি২০তে বাংলাদেশ সর্বশেষ জয় পেয়েছে গত বছর জুলাইয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে ওই ম্যাচে ৮ উইকেটে জিতেছিল টাইগাররা। অন্যদিকে জিম্বাবুয়ের সর্বশেষ টি২০ জয় ২০১০ সালে। পোর্ট অব স্পেনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২৬ রানে হারিয়েছিল তারা। তবে ক্যারিবীয়দের বিপক্ষে পাওয়া ওই সাফল্যের পর জিম্বাবুয়ে ১৬টি টি২০ ম্যাচে হেরেছে। আজ তাই বুলাওয়েতে জিম্বাবুয়ের টি২০ হতাশাকে আরো বাড়িয়ে দিয়ে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়ার সুযোগ মুশফিকদের সামনে।
টি২০তে বাংলাদেশ জিম্বাবুয়ে
বাংলাদেশ
ম্যাচ: ২৮; জয়-৮টি, হার-২০টি
সর্বোচ্চ দলীয় রান
১৯০/৫; প্রতিপক্ষ আয়ারল্যান্ড (২০১২)
সর্বনিম্ন দলীয় রান
৭৮/১০; প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২০১০)
সবচেয়ে বেশি রান
তামিম ইকবাল (২৪ ম্যাচে ৫৩১)
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
তামিম ইকবাল (৮৮*)
সবচেয়ে বেশি উইকেট
আবদুর রাজ্জাক (২৫ ম্যাচে ৩৬ উইকেট)
সেরা বোলিং ফিগার
ইলিয়াস সানী (৫/১৩)
জিম্বাবুয়ে
ম্যাচ: ২৪; জয়-৩টি, হার-২০টি
সর্বোচ্চ দলীয় রান
২০০/২; প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২০১২)
সর্বনিম্ন দলীয় রান
৮৪/১০; প্রতিপক্ষ নিউজিল্যান্ড (২০১০)
সবচেয়ে বেশি রান
হ্যামিল্টন মাসাকাদজা (২৪ ম্যাচে ৬৪৭ রান)
সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস
হ্যামিল্টন মাসাকাদজা (৭৯)
সবচেয়ে বেশি উইকেট
প্রোসপার উতসেয়া (২২ ম্যাচে ১৭ উইকেট)
সেরা বোলিং ফিগার
এল্টন চিগুম্বুরা (৪/৩১)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.