জামিন পেয়েছেন জিকে শামীম
বিতর্কিত ঠিকাদার গোলাম কিবরিয়া শামীমকে (জিকে শামীম) অস্ত্র মামলায় ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত আদালতের লিখিত আদেশ থেকে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি জামিন পান তিনি। পরে এই জামিনের লিখিত আদেশ প্রকাশিত হয় ১২ ফেব্রুয়ারি। তবে এ বিষয়ে কিছু বলতে পারছেন না রাষ্ট্রপক্ষের কৌঁসুলি।
তবে অস্ত্রসহ দুটি মামলায় জিকে শামীমের জামিনের বিষয় নিশ্চিত করেছেন তার আইনজীবী শওকত হোসেন। তিনি জানান, পৃথক দুটি হাইকোর্ট বেঞ্চ থেকে গত ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই মামলায় জিকে শামীমের জামিন হয়। অস্ত্র মামলায় তাকে ৬ মাস এবং মাদক মামলায় ১ বছরের জামিন দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় তাকে জামিন দেন। কিন্তু মানি লন্ডারিংসহ আরও দুটি মামলা থাকায় জামিনে তার মুক্তি মেলেনি।
সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান শনিবার (৭ মার্চ) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিয়মিত কোর্টে থেকে মামলার শুনানি করি। তবে আমার জানামতে কোনও মামলায় জিকে শামীমের জামিন হয়নি। গণমাধ্যমকর্মীদের কাছে জামিনের বিষয়ে শুনতে পাচ্ছি। কিন্তু বিষয়টি আমার বোধগম্য নয়।’
তিনি বলেন, ‘জামিনের বিষয়টি জালিয়াতির মাধ্যমে হয়েছে কিনা, তা আগামীকাল রবিবার (৮ মার্চ) কোর্ট না খোলার আগে বলতে পারছি না।’
জিকে শামীমের মালিকানাধীন প্রতিষ্ঠান জি কে বি অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. নাজিমও এ ব্যাপারে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘উনার (জিকে শামীম) জামিনের কোনও তথ্য আমার কাছে নেই। পত্রপত্রিকা ও টেলিভিশনে যেসব খবর দেখি, তার বাইরে আমাদের কাছে কোনও তথ্য নেই। তবে উনার জামিন হলে অবশ্যই আমরা জানতাম।’
তবে দুই মামলায় জামিনের বিষয় নিশ্চিত করে জিকে শামীমের আইনজীবী শওকত হোসেন জানান, পৃথক দুইটি হাইকোর্ট বেঞ্চ থেকে গত ৪ ও ৬ ফেব্রুয়ারি দুই মামলায় তার জামিন হয়। অস্ত্র মামলায় তাকে ৬ মাস ও মাদক মামলায় ১ বছরের জামিন দেওয়া হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মুজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এবং বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি বিশ্বদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ ওই দুই মামলায় তিনি জামিন পান। কিন্তু মানি লন্ডারিংসহ আরও দুটি মামলা থাকায় জামিনে তার মুক্তি মেলেনি।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনের নিজ কার্যালয় থেকে বিদেশি মদ, অস্ত্র ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ র্যাবের হাতে গ্রেফতার হন জিকে শামীম। এ ঘটনায় র্যাব বাদী হয়ে গুলশান থানায় তার বিরুদ্ধে অস্ত্র, অর্থপাচার ও মাদক আইনে মামলা করে।