জামায়াত নিষিদ্ধের দাবিতে ওলামা মাশায়েখদের মহাসমাবেশ
ঢাকা জার্নাল: যুদ্ধাপরাধীদের বিচার, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা এবং ইসলামের অবমাননাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে শনিবার ঢাকার শাপলা চত্বরে অনুষ্ঠিত হচ্ছে ওলামা মাশায়েখ তৌহিদি জনতা সংহতি পরিষদের মহাসমাবেশ৷
সংহতি পরিষদের প্রধান মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ জানান, জামায়াতে ইসলামী তাদের দৃষ্টিতে কোনো ইসলামি দল নয়৷ তারা একটি সন্ত্রাসী সংগঠন৷ এই সংগঠনটি একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং মানবতা বিরোধী অপরাধে জড়িত একটি সংগঠন৷ তারা যে একটি সন্ত্রাসী সংগঠন তা আবারো প্রমাণিত হয়েছে ২৮শে ফেব্রুয়ারি থেকে ৫ই মার্চ তাদের তাণ্ডব এবং সহিংস কার্যক্রমে৷ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির রায় দেয়ার পর তারা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছে৷
তাই এই সংগঠনটি অবিলম্বে নিষিদ্ধ করতে হবে৷ তারা ইসলামের নাম ভাঙিয়ে পবিত্র ধর্ম ইসলামের অবমাননা করছে৷ সংখ্যালঘুদের নির্যাতন এবং তাদের বাড়ি ঘরে হামলা চালিয়েছে, যা ইসলাম বিরোধী৷
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে তিনি বলেন, ‘‘যুদ্ধাপরাধীরা মানবতার শত্রু, ইসলামের শত্রু৷ তাদের বিচার ইসলামও চায়৷ যারা এই বিচারের বিরোধী, তারা মূলত ইসলামের নামে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়৷ তারা ইসলামের হেফাজত নয়, যুদ্ধাপরাধীদের হেফাজত করছে৷’’
তিনি আরও বলেন, একই সঙ্গে যারা পবিত্র ধর্ম ইসলামের অবমাননা করছে তাদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে৷ তাঁর মতে, শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে ইসলামের কোন অবমাননা করা হয়নি৷ যুদ্ধাপরাধের বিচার চাওয়া হয়েছে৷
সকাল ১১টায় মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ এই সমাবেশ থেকে পরবর্তী বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে৷
মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ জানান, সারা দেশ থেকে ওলামা মাশায়েখ এবং তৌহিদি জনতা এই সমাবেশে যোগ দেবেন৷ তারা মাসব্যাপী নতুন কর্মসূচি হাতে নিয়েছেন৷ তার মধ্যে রয়েছে জেলায় জেলায় ওলামা মাশায়েখ শান্তি সমাবেশ এবং ট্রেন মার্চ৷ তারা ট্রেন মার্চ করে প্রথমে চট্টগ্রাম যাবেন এবং সেখানে মহাসমাবেশ করবেন৷ এই ট্রেন মার্চ সিলেট, রাজশাহী, খুলনা ও সৈয়দপুরেও যাবে এবং সেসব জায়গায় মহাসমাবেশ হবে৷
অন্যদিকে হেফাজতে ইসলাম চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে লংমার্চ করবে ৬ই এপ্রিল৷ শাহবাগের গণজাগরণ মঞ্চ প্রতিহত এবং ইসলামের অবমাননাকারী ব্লগারদের শাস্তির দাবিতে তাদের এই লংমার্চ৷ তবে এর বিপরীতে একই দিনে ঢাকায় যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে মাওলানা মেছবাহুর রহমানের নেতৃত্বে ইসলামি ঐক্যজোটের একাংশ৷