Leadখেলা

জয়সওয়ালের ব্যাটে ভর করে এগোচ্ছে ভারত

ঢাকা জার্নাল ডেস্ক

চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা হাসান মাহমুদের সুবাদে নিজেদের নামে করে নিয়েছে বাংলাদেশ। দলীয় ৩৪ রানের মাথায় স্বাগতিকদের টপ অর্ডার একাই ধ্বসিয়ে দিয়েছেন এই টাইগার পেসার। দ্বিতীয় সেশনের শুরুতে ভালো খেলতে থাকা রিশভ পান্তর উইকেটও শিকার করেছেন হাসান।

ঘরের মাটিতে টেস্টের প্রথম দিনই ধাক্কা খেয়ে এখন সামলে ওঠার চেষ্টায় আছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিল ও রিশভ পন্তকে হারানোর পর দলের হাল ধরেছেন ওপেনার যশস্বী জয়সওয়াল। নিজের অর্ধশতকও আদায় করে নিয়েছেন তিনি। জয়সওয়ালকে সঙ্গ দিচ্ছেন লোকেশ রাহুল।

দিনের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় সেশনের মধ্যভাগে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে ভারত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪০ ওভার শেষে স্বাগতিকদের দলীয় সংগ্রহ ১৩৮ রান, উইকেট হারিয়েছে সেই চারটিই।  তিন পেসার তাসকিন, নাহিদ ও হাসানের পর এবার বোলিং আক্রমণে স্পিনার মেহেদী হাসান মিরাজকে এনেছেন টাইগার অধিনায়ক শান্ত।

সংক্ষিপ্ত স্কোরঃ

ভারতঃ ১৩৮/৪ (৪০ ওভার); জয়সওয়াল ৫২*, রিশভ ৩৯; হাসান ৪-১৪, তাসকিন ০-৪১