চুমু দেওয়ার আগে ব্রাশ করবেন
ঢাকা জার্নাল: হলিউড তারকারা সবার কাছেই স্বপ্নের। তাদেরও স্বপ্নের তারকা থাকে। এই যেমন ব্রাডলি কুপার ও ক্রিশ্চিয়ান বেলের পাগল জেনিফার লরেন্স। হলিউডের এ দুই অভিনেতাকে চুমু দেওয়ার আগে দাঁত ব্রাশ করে নেবেন বলে জানিয়েছেন ২৪ বছর বয়সী এই তারকা।
লরেন্সের এই ইচ্ছার পেছনে কারণ আছে। ‘হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট ওয়ান’ ছবির একটি অন্তরঙ্গ দৃশ্যে তাকে চুমু দিয়েছেন লিয়াম হেমসওয়ার্থ। কিন্তু তখন লরেন্সের মুখে মাছ আর রসুনের ঘ্রাণ ছিল বলে তিনি অস্বস্তি বোধ করছিলেন। উপস্থাপক জিমি ফ্যালনের অনুষ্ঠানে লিয়াম একথা বলেন।
অ্যাকসেসহলিউড ডটকম লরেন্সকে সেটা মনে করিয়ে দিয়েছে। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের আগে মুখে দুর্গন্ধ ছড়ায় এমন খাবার খাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে আমি কিছু ভেবে খাইনি। কিছু খেতে হবে এজন্য খেয়েছি। চুমু দিতে হবে বলে না খেয়ে থাকতে হবে এমন চিন্তা ছিল না মাথায়।’ রসিকতা করে তিনি আরও বলেন, ‘ক্রিশ্চিয়ান বেল আর ব্রাডলি কুপারকে চুমু দিতে হলে দাঁতটা ব্রাশ করে নেবো!’
‘হাঙ্গার গেমস’ সিরিজের তৃতীয় কিস্তি ‘হাঙ্গার গেমস : মকিংজে-পার্ট ওয়ান’ মুক্তি পেয়েছে ২১ নভেম্বর। ফ্রান্সিস লরেন্স পরিচালিত এ ছবিতে আরও অভিনয় করেছেন জুলিয়ান মুর, জশ হাচারসন, উডি হ্যারেলসন, ফিলিপ সিমুর হফম্যান, এলিজাবেথ ব্যাঙ্কস, ডোনাল্ড সাদারল্যান্ড প্রমুখ।
ঢাকা জার্নাল, নভেম্বর ২১, ২০১৪।