চার বছরে গ্যাস সেক্টরে বিদেশী বিনিয়োগ প্রায় ৩’শ কোটি
ঢাকা জার্নাল: গত চার বছরে দেশের গ্যাস সেক্টরে বিদেশী কোম্পানীর বিনিয়োগের পরিমাণ ২৯৯ কোটি ৮৮ লাখ ৭০ হাজার টাকা (২৯৯৮. ৮৭ মিলিয়ন মার্কিন ডলার)।
বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য মো. শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির প্রশ্নের জবাবে লিখিত প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক সংসদকে এ তথ্য দেন।
মন্ত্রী জানান, এ বিনিয়োগের মধ্যে অক্সিডেন্টাল/ইউনোকল/শেভরণ ১৫৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার, শেল/কেয়ার্ণ/ সান্টোস ১১০ কোটি ৯৫ লাখ ২০ হাজার, তাল্লো ২৪ কোটি ৭ লাখ ৩০ হাজার, কনোকোফিলিপস ৬২ লাখ ২০ হাজার, অকল্যান্ড ২ কোটি ৫৩ লাখ ৯০ হাজার এবং ইউএমসি/ওবিসির বিনিয়োগের পরিমাণ ১ কোটি ৭৯ লাখ ৩০ হাজার টাকা।
প্রতিমন্ত্রী বলেন, “সরকারের চলতি মেয়াদে গ্যাস সেক্টরে উন্নয়নের জন্য একটি তহবিল গঠণ করা হয়েছে। উক্ত তহবিলের আওতায় ১৪টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ৯০০ টাকা।”
ঢাকা জার্নাল, জুন ১৩, ২০১৩