চার উপসচিব পদে বদলি
ঢাকা জার্নাল: প্রত্যাহার করে নেওয়া নয় জনের মধ্যে চার জেলা প্রশাসককে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এই বদলি করা হয়।
নেত্রকোনার জেলা প্রশাসক আনিছ মাহমুদকে আইডেনটিফিকেশনস সিস্টেম ফর এনহেন্সিং একসেস টু সার্ভিসেস প্রকল্পের উপ-পরিচালক নিয়োগ করা হয়েছে।
এছাড়া নড়াইলের জেলা প্রশাসক মো. জহিরুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফরিদপুরের মাইনুদ্দিন আহমেদকে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পিরোজপুরের অনল চন্দ্র দাসকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব করা হয়েছে।
এর আগে দুপুরে নয় জেলা নতুন জেলা প্রশাসক নিয়োগ করে সরকার।
ঢাকা জার্নাল, অক্টোবর ৮, ২০১৩।