চার উইকেট হারলো কলকাতা
ঢাকা জার্নাল: আইপিএলে কলকাতা নাইট রাইর্ডাস বড় ব্যবধানে হেরেছে। শনিবার তারা মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে ৪ উইকেটে হারে।
জয়ের জন্য ১২০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ রানে চার উইকেট হারায় চেণ্ণাই। ওপেনার মাইকেল হাসি উইকেটের এক প্রান্তে স্থির থাকলেও অন্য প্রান্তে ছিলো আসা যাওয়ার পালা। ৬ষ্ঠ উইকেটে ব্যাট করতে নামে রবিন্দ্র জাদেজা। বল হাতে সফল্যর পর ব্যাট হাতেও দারুল সাফল্য দেখায় তিনি।
মাইকেল হাসি ব্যক্তিগত ৪০ রানে আউট হলেও রবিন্দ্র মাত্র ১৪ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলে ৫ বল থাকতেই ১২৪ রান সংগ্রহ করে জয় নিয়ে মাঠ ছাড়েন।
কলকাতার পক্ষে বল হাতে বালাজি, সূচিত্রা , পাঠান, নারাইন ও ক্যালিস একটি করে উইকটে নেন।
এর আগে কলকাতা প্রথমে ব্যাট করে ২০ ওভারে নয় উইকেটে ১১৯ রান সংগ্রহ করে ।ওপেনার গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠান দু-জনেই করেন ২৫ করে। দুই ওপেনার ছাড়া কলকাতার কোন ব্যাটসম্যান চেন্নাইয়ের স্পিনার রবিন্দ্রর জাদাজার বলের সামনে দাঁড়াতে পারেনি।
ফলে নির্ধারিত ওভারে নয় উইকেটে ১১৯ রানে গুটিয়ে যায় কলকাতার ইনিংস।
রবিন্দ্র জাদাজা একাই তিনটি উইকেট শিকার করেন।
স্কোর
কলকাতা নাইট রাইর্ডাস: ১১৯/৯ (গৌতম গম্ভীর ২৫),(ইউসুফ পাঠান ২৫)
চেন্নাই সুপার কিংস: ১২৪/৬ (১৯.১ (মাইকেল হাসি ৪০), (রবিন্দ্র জাদেজা ৩৬)
ফল: চেন্নাই সুপার কিংস ৪ উইকেটে জয়ী