চার অতিরিক্ত সচিবসহ ১৪ কর্মকর্তা বদলি
ঢাকা জার্নাল: চার অতিরিক্ত সচিবসহ প্রশাসনের ঊর্ধ্বতন ১৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে এ বদলি করা হয়।
আদেশে অতিরিক্ত সচিব পর্যায়ে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইকবালকে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট’র (নিপোর্ট) মহাপরিচালক করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আতোয়ার রহমানকে মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অপরূপ চৌধুরীকে একই মন্ত্রণালয়ের স্ট্রেনদেনিং রিজিওনাল কো-অপরেশন ফর ওয়ার্ল্ডলাইফ প্রোটেকশন প্রকল্পের পরিচালক করা হয়েছে।
এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) অতিরিক্ত সচিব মোস্তফা কামাল উদ্দিনকে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক করা হয়েছে।
অপর এক আদেশে যুগ্মসচিব পদে ১০ জনকে বদলি করা হয়েছে।
যুগ্ম সচিব পদে বদলির আদেশ দেখতে ক্লিক করুন
ঢাকা জার্নাল, নভেম্বর ৬, ২০১৩।