সারাদেশ

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০৩

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুতে ৪৪ জনের মৃত্যু হলো। পাশাপাশি শনিবার সকাল ৮টা থেকে রবিবার (২০ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ১০৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি হয়েছেন চার হাজার ৬১১ জন। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

 

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া  বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে নাসরিন আক্তার (৩৭), রাজ লাসমি শরমা (৫৯) ও রোমানা আক্তারের (২৪) মৃত্যু হয়েছে। এর মধ্যে নাসরিন আক্তার চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকার বাসিন্দা। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ১৯ আগস্ট চট্টগ্রাম এভারকেয়ার হসপিটালে ভর্তি হন। ওই দিনই তার মৃত্যু হয়। রাজ লাসমি শরমা নগরীর সদরঘাট থানা এলাকার বাসিন্দা। ১৮ আগস্ট তিনি আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি হন। ওই দিনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোমানা আক্তার সদরঘাট থানা এলাকার বাসিন্দা। ১৭ আগস্ট চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। ১৯ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজকের প্রতিবেদনে তাদের মৃত্যুর বিষয়টি উল্লেখ করা হয়েছে।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৩২ এবং বেসরকারি হাসপাতালে ৭১ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৪৯ রোগী।

সুজন বড়ুয়া বলেন, ‘চলতি আগস্ট মাসে এক হাজার ৮৩৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, এর মধ্যে মারা গেছেন ১৯ জন। গত জুলাই মাসে দুই হাজার ৩১১ জন আক্রান্ত হন, মারা গেছেন ১৬ জন। জুনে আক্রান্ত ২৮২, মৃত্যু ছয় জনের। মে মাসে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ এবং জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা তিন হাজার ২০০ জন এবং জেলার অন্যান্য এলাকার এক হাজার ৪১১ জন। তাদের মধ্যে পুরুষ দুই হাজার ৯০, নারী এক হাজার ৩১৭ এবং শিশু এক হাজার ২০৪ জন।