শিক্ষা-সংস্কৃতি

গ্রেফতারের পর সাময়িক বরখাস্ত ভিকারুননিসার সেই শিক্ষক

যৌন হয়রানির মামলা ও পুলিশি গ্রেফতারের পর অবশেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর দিবা শাখায় সিনিয়র শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ দিন বিকালে ভিকারুনসিনা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায়  বলেন, ‘২৬ ফেব্রুয়ারি রাতে বৈঠক করে তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ ২৭ ফেব্রুয়ারি তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি ইস্যু করা হয়েছে। এছাড়া উচ্চতর আরও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

এর আগে সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, যৌন হয়রানি ও নিপীড়নের বিচার চেয়ে গত ৭ ফেব্রুয়ারি মুরাদ হোসেনের বিরুদ্ধে অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ করেন একজন অভিভাবক। ওই অভিযোগের পর তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি যৌন হয়রানি ও নিপীড়নের সত্যতা পায়।

তবে তদন্ত কমিটি ওই শিক্ষককে বরখাস্ত করার সুপারিশ না করে তাকে মূল শাখায় অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করার কথা উল্লেখ করে প্রতিবেদনে। তদন্ত প্রতিবেদন পেয়ে গত ২৪ ফেব্রুয়ারি প্রতিষ্ঠান প্রধান তার কার্যালয়ে মোহাম্মদ মুরাদ হোসেন সরকারকে সংযুক্ত করেন। এই ঘটনার পর কলাবাগান থানা পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে কলেজ কর্তৃপক্ষ সাময়িক বরখাস্ত করে।