সারাদেশ

গুলশানে এটিএম বুথে ডাকাতির চেষ্টা: নিরাপত্তাকর্মীকে কুপিয়ে হত্যা

রাজধানীর গুলশান থানাধীন শাহজাদপুরে মধুমতি ব্যাংকের এটিএম বুথের সিকিউরিটি গার্ডকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় এটিএম বুথে ডাকাতির চেষ্টা করলেও টাকা নিতে পারেনি ডাকাত দল।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে গুলশান থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পুলিশ শাহজাদপুরের একটি ভবনের নিচতলায় মধুমতি ব্যাংকের এটিএম বুথ থেকে মৃত অবস্থায় সিকিউরিটি গার্ডের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে লাশ পাঠানো হয়।

গুলশান থানার ওসি মো. মাজহারুল ইসলাম জানান, এটিএম বুথে ভাঙচুর চালিয়ে বুথ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। কিন্তু তারা এটিএম বুথ থেকে টাকা নিতে পারেনি। বাধা দিলে দুর্বৃত্তরা সিকিউরিটি গার্ডকে কুপিয়ে হত্যা করে। নিহত মাহমুদ হাসান (৫৫) সায়েদাবাদের আজমপুরে কাঁচাবাজার সংলগ্ন সিএনজি পাম্পের পাশে পরিবার নিয়ে থাকতেন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা থানার পার্বতীপুরে।

পুলিশের ধারণা, দুর্বৃত্তরা বুধবার ভোর ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে এ হত্যার ঘটনা ঘটায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামি গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।