গুরুদাসপুরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন
নাটোরের গুরুদাসপুরে নবমীর রাতে দুর্গা মন্দিরে ছয়টি প্রতিমা ভাঙচুরের ঘটনার সাথে প্রকৃত জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ করেছে পূজা উদযাপন পরিষদ।
শুক্রবার দুপুরে নাটোর প্রেস ক্লাবের সামনে নাটোর জেলা পূজা উদযাপন পরিষদের ব্যানারে জেলার সকল উপজেলা ও ইউনিয়ন কমিটির সদস্যসহ হিন্দু ধর্মালম্বীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজল দেবনাথ, সাধারণ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, রাজশাহী বিভাগীয় নেতা অনিল কুমার দাস, সুশান্ত ঘোষ, জেলা সভাপতি চিত্তরঞ্জন সাহা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চন্দ্র রায় প্রমুখ।
এ সময় মানববন্ধনে উপস্থিত হয়ে একাত্মতা জানিয়ে বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান।
বক্তারা বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক দেশ দাবি করে বলেন, “যারা এই সম্প্রতি নষ্ট করে দেশে অরাজকতা সৃষ্টি করতে ষড়যন্ত্র করছে তাদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”