গুগল গ্লাসের চমক
নামে গ্লাস হলেও সাধারণ চশমার মতো এতে নেই কোনো সে মাপের দৃশ্যমান গ্লাস। শুধুমাত্র চশমার আকৃতি ফ্রেমের উপর পুচকে ডিসপ্লের একটি কম্পিউটার বললেও খুব একটা ভুল হবে না। অ্যান্ড্রয়েড চালিত এ গ্লাসে তারবিহীন ইন্টারনেট এবং স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপনের মতো সুযোগও রয়েছে। এরই মধ্যে এই গ্লাসকে আগেভাগে নিজের করে পাবার জন্য ধরণা দিচ্ছেন প্রযুক্তি বিশ্বের হর্তাকর্তারাও।
১/ চোখের পলকে ছবি
২/ অডিও-ভিডিও কল
৩/ ভ্রমনে পথ নির্দেশক
৪/ রিমাইন্ডার
৫/ আবহাওয়া পূর্বভাস
৬/ বার্তা পাঠকারি
এক নজরে স্পেকস: সম্প্রতি গুগল তার নিজস্ব ওয়েব সাইটে এই গ্লাসের স্পেকস উন্মোচন করেছে।
যা তুলে ধরা হলো-
১) ডিসপ্লে: উচ্চ রেজ্যুলেশনের ডিসপ্লে। যা ২৫ ইঞ্চি উচ্চ রেজ্যুলেশনের স্ক্রিণের সমতুল্য।
২) ক্যামেরা: স্থিরচিত্র- ৫ মেগাপিক্সেল এবং ভিডিও- ৭২০ পি।
৩) কানেক্টিভিটি: ওয়াই-ফাই, ব্লুটুথ।
৪) স্টোরেজ: ১২ গিগাবাইট ব্যবহারযোগ্য মেমোরি। সাথে গুগল ক্লাউড স্টোরেজ ব্যবহারের সুযোগ।
৫) ব্যাটারি: সাধারণত একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে বিশেষ ফিচার যেমন- হ্যাং আউট এবং ভিডিও রেকর্ডি করলে দ্রুত ব্যাটারি শেষ হতে পারে।
৬) যে সব ডিভাইস সমর্থন করবে: যে কোনো ব্লুটুথ সংযোগ থাকা সেলফোন। তবে পুরো ফিচার উভোগ করার জন্য স্মার্টফোনে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৪.০.৩ (আইসক্রিম স্যান্ডউইচ) অথবা উচ্চতর সংস্করণ থাকতে হবে।