ঢাকাসারাদেশ

গাজীপুরে সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ, যানজটে ভোগান্তি

ঢাকা জার্নাল ডেস্ক: সেলিম রানা, গাজীপুর

বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে দুটি কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।

শ্রমিকদের অবরোধের ফলে পুরো এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মানুষ। আন্দোলন নিরসনে দাবি-দাওয়ার বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতার বিষয়ে কাজ করছে পুলিশ।

শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেন তারা। এর ফলে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এছাড়া ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও চক্রবর্তী এলাকায় বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছে অন্য একটি কারখানার শ্রমিকরা। ফলে যানজট ভয়াবহ আকার ধারন করেছে।

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, বেতন ভাতা পরিশোধের ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

এদিকে দু-একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের বেশিরভাগ কারখানা চালু রয়েছে। সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে কাজ করছেন কারখানার শ্রমিকরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে।