গাজীপুরে যাত্রা বিরতির দাবীতে ট্রেন আটকে মানববন্ধন
ঢাকা জার্নাল ডেস্ক: সেলিম রানা, গাজীপুর
ঢাকা-ময়মনসিংহ রেল রুটের গাজীপুরের রাজেন্দ্রপুর রেলস্টেশনে যাত্রা বিরতি দাবীতে ট্রেন আটকে মানববন্ধন করছে স্থানীয়রা। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে প্রকার রেল চলাচল বন্ধ রয়েছে।
রবিবার (০৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে রাজেন্দ্রপুর রেল স্টেশনে এ আন্দোলন শুরু হয়েছে।
জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের পরিদর্শক সেটাবর সহমান ঢাকা জার্নালকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুরে যাত্রা বিরতি দাবীতে ট্রেন আটকে মানববন্ধন করছে স্থানীয়রা। রেল চলাচল বন্ধ আছে।’
আন্দোলনকারীরা জানায়, ঢাকা ময়মনসিংহ রেল রুটের রাজেন্দ্রপুর এ সকল প্রকার কমিউটার ট্রেন যাত্রা বিরতি দিতে হবে। ট্রেনগুলো হলো:
১. ৫১ নং আপ-৫২ নং ডাউন জামালপুর কমিউটার।
২. ৪৭ নং আপ-৪৮ নং ডাউন দেওয়ানগঞ্জ কমিউটার।
৩. ৪৪ নং ডাউন মহুয়া কমিউটার।
শ্রীপুর রেল জংশন এর স্টেশন মাস্টার সফিকুর রহমান জানান, সকাল সাড়ে জামালপুর কমিউটার শ্রীপুর স্টেশন ছেড়ে রাজেন্দ্রপুরের দিকে যায়। সেখানে গেলে যাত্রীবাহী ট্রেন আটকে দেয় আন্দোলনকারীরা।