খুশি হয়নি গণজাগরন মঞ্চ
ঢাকা জার্নাল: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক বিএনপি নেতা ও মন্ত্রী আব্দুল আলীমের বিরুদ্ধে আমৃত্যু কারাদণ্ডে খুশি হয়নি গণজাগরন মঞ্চ। তাদের প্রত্যাশা সরোচ্চ রায়। তাই সরোচ্চ রায়ের জন্য আপিলের জন্য সরকারের কাছে দাবি জানানো হয়েছে।
বুধবার রায় ঘোষণার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় গণজাগরণমঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, আমরা সরোচ্চ রায় প্রত্যাশা করেছিলাম।
গণজাগরণ আপিলের দাবিতে কর্সূচিও ঘোষণা দেবে বলে জানিয়েছেন।
ঢাকা জার্নাল, অক্টোবর ৮, ২০১৩।