খালেদা অসুস্থ, গুলশান কার্যালয়ে মেডিকেল টিম
ঢাকা জার্নাল : গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছেন। তাকে দেখতে তার ব্যক্তিগত চিকিৎসক ডা. শামীমের নেতৃত্বে একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেছেন।
সোমবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ৩ সদস্যের একটি মেডিকেল টিম গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
এ বিষয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ খান কামাল সোহেল বাংলানিউজকে বলেন, ম্যাডাম (খালেদা জিয়া) বেশ কিছুদিন ধরে সুস্থ ছিলেন। কিন্তু বিকেলে গুলশান কার্যালয়ের সামনে পুলিশের পিপার স্প্রেতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
ঢাকা জার্নাল, জানুয়ারি ৫, ২০১৫