ঢাকাশীর্ষ সংবাদসংবাদ শিরোনাম

খালেদার কার্যালয় থেকে বের হলো ৮ বস্তা আবর্জনা!

gulsan_officeঢাকা জার্নাল: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয় থেকে আট বস্তা পানির খালি বোতল, খাবারের পরিত্যক্ত পাত্র ও অন্য ময়লা-আর্বজনা বের করেছে সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীরা। 
 
সোমবার (৯ মার্চ) দুপুরে কার্যালয়ের বাইরে বস্তাবন্দি এসব খালি বোতল ও আবর্জনা তল্লাশি করে পুলিশ। এসময় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে ওসি রফিক আর কোনো মন্তব্য করেননি।
 
খালেদা জিয়ার মিডিয়া উইং সূত্র জানায়, দীর্ঘদিন কার্যালয় ঘিরে রাখায় নিয়মিত ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়নি। আজ সিটি করপোরেশনের লোকদেরকে ডেকে এনে এসব ময়লা নিয়ে যেতে বলা হয়।
 
ঢাকা জার্নাল, মার্চ ০৯, ২০১৫

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.