Lead

খাগড়াছড়িতে বজ্রপাতে মা-ছেলেসহ চারজনের মৃত্যু

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে সমিকা ত্রিপুরা (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় একই দিনে বজ্রপাতে চারজনের প্রাণহানি হয়েছে।

রোববার (৫ মে) ভোরে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের শশী কার্বারি পাড়ায় বৃষ্টিসহ বজ্রপাতে নিজ ঘরে থাকা সমিকা দগ্ধ হয়ে মারা যান।

এ সময় তার দুই সন্তান অর্পণ ত্রিপুরা (৩) ও অহনা ত্রিপুরা (৬) দগ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাদের মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এর আগে জেলার দীঘিনালার কবাখালি এলাকায় বজ্রপাতে ঘরে আগুন লেগে হাসিনা বেগম (৩০) ও তার ছেলে হানিফ মিয়ার (৮) মৃত্যু হয়। একই সময় রামগড়ে গরজ চাকমা (৫০) নামে আরও একজনের মৃত্যু হয়। মারা যায় দুটি গরু। রামগড়ে ভোরের বৃষ্টিপাতে ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি হয়।