কেরানীগঞ্জে ১০ পেট্রোল বোমা উদ্ধার
ঢাকা জার্নাল : ঢাকার কেরানীগঞ্জের রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১০-এর একটি দল পেট্রোল বোমাগুলো উদ্ধার করে।
র্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ক্যাপ্টেন মাকসুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল রুহিতপুর এলাকায় অভিযান চালিয়ে ১০টি পেট্রোল বোমা উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি। এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।
ঢাকা জার্নাল, এপ্রিল ৭, ২০১৫।