কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
ঢাকা জার্নাল রিপোর্ট:
কুমিল্লার বুড়িচং উপজেলার জামতলা সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
আজ রোববার সকাল ৮টার দিকে উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে নিহত মো. আনোয়ার হোসেন (৫০) বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের চারু মিয়ার ছেলে।
বুড়িচং থানার ওসি আবুল হাসনাত খন্দকার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, লাশ ভারতীয় সীমান্তে আছে। যথাযথ প্রক্রিয়ায় লাশ পেলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, লাশ কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে। এই মুহূর্তে ভারতীয় বিএসএফের তত্ত্বাবধানে আছে।
স্থানীয় সূত্র জানায়, ভারত থেকে চিনি আনতে গিয়ে এ ঘটনা ঘটে।