কানপুর টেস্টের তৃতীয় দিনও ভেস্তে গেল
ঢাকা জার্নাল ডেস্ক
কানপুর টেস্টের শুরু থেকেই বৃষ্টি বেশ বাধা দিচ্ছিল। প্রথম দিনের খেলাও শুরু হয়েছিল দেরিতে। আজ (রবিবার) ম্যাচের তৃতীয় দিনের খেলায় দ্বিতীয় দিনের মতো একটি বলও মাঠে গড়ায়নি। কারণ? কারণটা হচ্ছে একই, বৃষ্টি। বৃষ্টি এবং আলোক স্বল্পতার কারণে মাঠে নামা হয়নি ভারত ও বাংলাদেশের কোনো ক্রিকেটারেরই।
কানপুরে গতরাতে বৃষ্টি হয়েছিল। আজ সকাল সাড়ে ১০টায় একবার পিচ পরিদর্শন করে অবস্থা ভালো না দেখায় সাড়ে ১২টায় আবার সময় নির্ধারণ করেন আম্পায়াররা। কিন্তু আবহাওয়ার এবং পিচের উন্নতি না দেখায় দুপুর আড়াইটায় শেষবারের মতো পিচ দেখে তৃতীয় দিনের খেলাই বাতিল করে দেন ফিল্ড আম্পায়াররা।
ম্যাচের প্রথম দিন নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হওয়া দিনের প্রথম সেশনের খেলা হয়েছে ২৬ ওভার। শেষ পর্যন্ত ৩৫ ওভার খেলা হওয়ার পরই বৃষ্টি এবং আলোকস্বল্পতার কারণে ইতি টানা হয় খেলার। সেদিন ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ১০৭ রান, টাইগাররা হারিয়েছিল ৩টি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর (৩য় দিন শেষে)
বাংলাদেশঃ ১০৭/৩ (৩৫ ওভার); মুমিনুল ৪০*, শান্ত ৩১, সাদমান ২৪; আকাশ ২-৩৪, অশ্বিন ১-২২।