করোনার লক্ষণ দেখলে যোগাযোগ করবেন যেসব নম্বরে
দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯)আক্রান্ত ৩ জন রোগী পাওয়া গেছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। কোভিড-১৯ সর্ম্পকে যে কোনও জিজ্ঞাসা বা কারও মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ-উপসর্গ দেখা দিলে তাদের হটলাইনে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
হটলাইন নম্বরগুলো হচ্ছে, ০১৯২৭৭১১৭৮৪, ০১৯২৭৭১১৭৮৫, ০১৯৩৭০০০০১১, ০১৯৩৭১১০০১১।
কোভিড-১৯ প্রতিরোধে অন্তত ২০ সেকেণ্ড ধরে নিয়মিত সাবান ও পানি দিয়ে দুই হাত ধোয়া, অপরিষ্কার হাতে চোখ, নাক ও মুখ স্পর্শ না করা, ইতোমধ্যে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলা, কাশি শিষ্টাচার মেনে চলা (হাঁচি/কাশিরসময়বাহু/ টিস্যু/ কাপড় দিয়ে নাক-মুখ ঢেকে রাখা), অসুস্থ পশু-পাখির সংস্পর্শ পরিহার করা, মাছ-মাংস-ডিম ভালোভাবে রান্না করে খাওয়া, অসুস্থ হলে ঘরে থাকা, বাইরে যাওয়া অত্যাবশ্যক হলে নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করা, কারও সঙ্গে হাত না মেলানো (হ্যান্ড শেক), কোলাকুলি থেকে বিরত থাকা ও জরুরি প্রয়োজন ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে আইইডিসিআর। ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যেভাবে আমাদের কার্যক্রমগুলো সমন্বয় করে পরিচালনা করছি তাতে আমাদের দুশ্চিন্তার কারণ নাই।